বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

দিনাজপুর জেলা যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি ও বিশেষ সভা অনুষ্ঠিত

মোঃ মোমিনুল ইসলাম

জুলাই ৩০, ২০২৫, ০৬:৩৭ পিএম

দিনাজপুর জেলা যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি ও বিশেষ সভা অনুষ্ঠিত

ছবি- দিনাজপুর টিভি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দিনাজপুর জেলা শাখার নবগঠিত ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির পরিচিতি ও বিশেষ সভা ৩০ জুলাই, ২০২৫ বুধবার দিনাজপুর চেম্বার ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত পরিচিতি ও বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন

প্রধান বক্তা ছিলেন রংপুর বিভাগের যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ নাজমুল আলম নাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল

উক্ত অনুষ্ঠানে জেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর এ কে এম মাসুদুল ইসলাম মাসুদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ রেজাউর রহমান রেজা'র সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা বিএনপির (স্থগিতকৃত) সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি প্রমুখ।

এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা যুবদলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।