মোঃ মোমিনুল ইসলাম
জুলাই ২৮, ২০২৫, ১০:২৬ পিএম
ছবি- দিনাজপুর টিভি
"পরিকল্পিত বনায়ন করি-সবুজ বাংলাদেশ গড়ি" – এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে শেষ হলো দশ দিনব্যাপী বৃক্ষমেলা। প্রকৃতি ও পরিবেশের প্রতি মানুষের ভালোবাসা আরও গভীর করতে আয়োজিত এই মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান যেন সবুজের স্বপ্ন পূরণেরই এক অনন্য প্রতিফলন। কিন্তু কারা পেলেন সেরা স্টলের পুরস্কার? আর কী বার্তা দিলেন অতিথিরা? চলুন, বিস্তারিত জেনে নেওয়া যাক।
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গত ২৮ জুলাই, ২০২৫ সোমবার দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ দিনাজপুরের যৌথ আয়োজনে সম্পন্ন হলো দশ দিনব্যাপী 'দিনাজপুর জেলা বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা-২০২৫'-এর জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই মেলা দিনাজপুরবাসীকে বৃক্ষরোপণে উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিকেল সাড়ে ৫টায় বড়মাঠের মেলা মঞ্চে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান। তিনি তার বক্তব্যে বৃক্ষরোপণের গুরুত্ব এবং পরিবেশ রক্ষায় এর অপরিহার্য ভূমিকার কথা তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর মাসুদুল হক, এবং বিএডিসি দিনাজপুরের উপ-পরিচালক ডক্টর মোঃ সুলতানুল আলম। তাদের বক্তব্যেও পরিবেশ সুরক্ষা ও বনায়নের উপর জোর দেওয়া হয়।
দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগ দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা এবং বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ এর সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন সরকার। তিনি মেলার সার্বিক সাফল্য এবং বৃক্ষরোপণ অভিযানের লক্ষ্য সম্পর্কে বিস্তারিত জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন বন বিভাগের সহকারী সংরক্ষক বেগম নুরুন্নাহার।
অনুষ্ঠানের এক পর্যায়ে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টলসমূহকে সনদপত্র প্রদান করা হয়। তাদের নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করা তিনটি সেরা স্টলকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। এই পুরস্কার বিতরণী অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছে। সবশেষে, মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে তোলে।
দশ দিনের এই বৃক্ষমেলা কেবল গাছের চারা বেচাকেনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি ছিল সবুজ ভবিষ্যতের প্রতি দিনাজপুরবাসীর অঙ্গীকারের এক প্রতিফলন। পরিবেশ রক্ষায় এই ধরনের উদ্যোগ আমাদের সবার জন্য অনুকরণীয়। দিনাজপুর টিভি পরিবেশ ও সমাজের কল্যাণে এমন আরও সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। আরও জানতে চোখ রাখুন দিনাজপুর টিভিতে।
আপনার মতামত লিখুন: