মো: ফাহিম সরকার,
সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১১:২৮ এএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের নটকুমারী গ্রামে সরকারি/বনের জায়গায় বিনা টেন্ডারে গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, বন বিভাগের কর্মকর্তার নিষেধাজ্ঞা সত্ত্বেও স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নির্দেশে ১৯টি আমগাছ, ৩টি ইউক্যালিপ্টাস, ১টি কাঁঠাল, ১টি বড়ই, ১৩টি সুপারি এবং একটি কলাগাছের বাগান কেটে ফেলা হয়েছে।
অভিযোগকারী ডা. তোফাজ্জল, মানিক উদ্দিন, মামুন, আব্দুল মালেক, শামিম ও লিটনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে বসতবাড়ির সীমানা ভাঙার হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, খেলার মাঠ বড় করার অজুহাতে এই গাছগুলো কাটা হলেও এ বিষয়ে কোনো সরকারি অনুমোদন বা টেন্ডার নেওয়া হয়নি। এ কারণে গ্রামের মানুষ বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ভুক্তভোগীরা একটি সরেজমিন তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় বিট কর্মকর্তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলার অনুমতি তার নেই এবং এর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন।