সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১১:২৪ এএম
দেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া একাধারে অভিনেত্রী, মডেল, গায়িকা, উপস্থাপক এবং রেডিও জকি হিসেবে পরিচিত। এবার তিনি জানালেন, তার ছোটবেলার স্বপ্ন ব্যারিস্টার হওয়ার। সম্প্রতি কানাডার মন্ট্রিয়েলে অভিনেতা জায়েদ খানের একটি অনুষ্ঠানে অতিথি হয়ে তিনি এই স্বপ্নের কথা প্রকাশ করেন।
'ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান' নামের ওই অনুষ্ঠানে জায়েদ খান ফারিয়ার কাছে জানতে চান, তার কোন স্বপ্ন এখনো অপূর্ণ রয়ে গেছে। জবাবে ফারিয়া বলেন, "আমি ব্যারিস্টার হতে চাই।
এটা আমার ছোটবেলার ইচ্ছা। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার এই স্বপ্নটাও পূরণ করেন।"
অনুষ্ঠানে নুসরাত ফারিয়া তার জীবনের সবচেয়ে কঠিন সময়ের একটি নিয়েও কথা বলেন। গত মে মাসে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে দু'দিন কারাগারে ছিলেন তিনি। জামিনে মুক্তির পর এই প্রথম তিনি জনসমক্ষে এই বিষয়ে কথা বললেন।
তিনি বলেন, "এ রকম কিছু হবে আশা করিনি। কখনো দুঃস্বপ্নেও ভাবিনি। যার জীবন স্কিন কেয়ার, মেকআপ, একটু ঘোরাফেরা, শপিং, পরিবারের সঙ্গে সময় কাটানো,
বন্ধুদের সঙ্গে ভালো খাওয়া—এই ছোট ছোট জিনিস নিয়ে খুশি থাকার, তার জীবনে এত জটিলতা! কী করব, কী করব না—এগুলো নিয়ে যখন চিন্তা করতে হয়, তখন ভীষণ হতাশ হই।" তার মতে, এমন পরিস্থিতি মানুষকে আরও শক্তিশালী হতে শেখায়।