মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ব্যাচেলর পয়েন্ট‍‍`-এ ফিরছেন তৌসিফ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৪:৪০ পিএম

ব্যাচেলর পয়েন্ট‍‍`-এ ফিরছেন তৌসিফ

ছবি - সংগৃহীত

জনপ্রিয় ধারাবাহিক 'ব্যাচেলর পয়েন্ট'-এর পঞ্চম সিজনে আবারও ফিরছেন অভিনেতা তৌসিফ মাহবুব। দীর্ঘদিন ধরে ব্যক্তিগত কারণে সিরিজটি থেকে দূরে থাকলেও, দর্শকপ্রিয় 'নেহাল' চরিত্রটি নিয়ে তিনি আবারও আসছেন বলে নিজেই নিশ্চিত করেছেন। আজ একটি অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা আসবে।

তৌসিফ মাহবুব প্রতিবেদককে জানান, "দর্শক সর্বদা চান নেহাল চরিত্রটি ফিরে আসুক। তাই ফের এ চরিত্রটির মাধ্যমে ব্যাচেলর পয়েন্টে দর্শক আমাকে দেখতে পাবেন।"'ব্যাচেলর পয়েন্ট' সিজন ১, ২, ৩ এবং ৪ দিয়ে ব্যাপক সাফল্য পেয়েছিল। কাবিলা, শুভ, জাকির, শিমুল, পাশা, আরেফিন এবং হাবু ভাই-এর মতো চরিত্রগুলোর পাশাপাশি নেহাল চরিত্রটিও দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। নির্মাতা কাজল আরেফিন অমিও এর আগে আভাস দিয়েছিলেন যে, বাস্তব জীবনের মতোই হয়তো ভবিষ্যতে কোনো এক সময় এই চরিত্রগুলো আবার একসঙ্গে দেখা যাবে।

তৌসিফের ফেরার মধ্য দিয়ে দর্শকের সেই অপেক্ষার অবসান হচ্ছে। আশা করা যায়, তার এই প্রত্যাবর্তন ধারাবাহিকটিতে নতুন মাত্রা যোগ করবে।