সেপ্টেম্বর ৮, ২০২৫, ১০:৪২ পিএম
অস্ট্রেলিয়ার মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দরে জুঁই ফুলের মালা সঙ্গে রাখার জন্য ভারতীয় মালয়ালম অভিনেত্রী নব্যা নায়ারকে ১,৯৮০ অস্ট্রেলীয় ডলার, অর্থাৎ প্রায় ১ লাখ ১৪ হাজার রুপি জরিমানা করা হয়েছে। এই অপ্রত্যাশিত ঘটনাটি অভিনেত্রীর জন্য একটি 'শিক্ষণীয় অভিজ্ঞতা' ছিল বলে তিনি জানিয়েছেন।
নব্যা নায়ার সম্প্রতি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় মালয়ালি অ্যাসোসিয়েশন আয়োজিত ওনাম উদযাপনে যোগ দিতে গিয়েছিলেন। সেখানেই তিনি তার ভক্তদের সঙ্গে এই অভিজ্ঞতার কথা ভাগ করে নেন।
তার পরিবার জানিয়েছে, কোচি থেকে যাত্রা শুরুর সময় তার বাবা জুঁই ফুলের মালা কিনে দিয়েছিলেন। একটি মালা তিনি খোঁপায় গুঁজে রেখেছিলেন এবং অন্যটি ব্যাগে ছিল, যা পরে বিপদের কারণ হয়ে দাঁড়ায়।
মেলবোর্ন বিমানবন্দরে ক্যারি-অন ব্যাগ পরীক্ষা করার সময় কর্মকর্তারা প্রায় ১৫ সেন্টিমিটার লম্বা জুঁই ফুলের মালাটি খুঁজে পান।
অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী, বিদেশ থেকে কোনো ফুল বা পাতা আনতে হলে তা আগে থেকে লিখিতভাবে ঘোষণা করতে হয় এবং জৈব সুরক্ষা কর্মকর্তাদের দিয়ে পরীক্ষা করাতে হয়। ঘোষণা না করার কারণে নব্যাকে সঙ্গে সঙ্গে জরিমানা করা হয়।
অস্ট্রেলিয়ার কৃষি, মৎস্য ও বন বিভাগ জানিয়েছে, নিয়ম ভঙ্গ করলে যাত্রীকে সর্বোচ্চ ৬,৬০০ অস্ট্রেলীয় ডলার জরিমানা করা হতে পারে। এমনকি ফৌজদারি মামলা বা ভিসা বাতিলের মতো গুরুতর পদক্ষেপও নেওয়া হতে পারে।
এই ঘটনাটি প্রমাণ করে, আইন জনপ্রিয় ব্যক্তিদের ক্ষেত্রেও সমানভাবে কার্যকর।