মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

ঐশ্বরিয়ার সঙ্গে জুটি বেঁধেও ব্যর্থ সঞ্জয় দত্ত

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৫, ১১:০১ পিএম

ঐশ্বরিয়ার সঙ্গে জুটি বেঁধেও ব্যর্থ সঞ্জয় দত্ত

ছবি - সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত তার দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে অসংখ্য সফল সিনেমা উপহার দিয়েছেন। কিন্তু সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে জুটি বেঁধে তিনি তেমন সাফল্য পাননি। বরং তাদের অভিনীত সিনেমাগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।

২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত 'শব্দ' সিনেমায় এই তারকা জুটিকে প্রথমবার ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায়। লীনা যাদব পরিচালিত এই সিনেমাটিতে বড় তারকাদের উপস্থিতি থাকলেও দর্শক গল্পটি গ্রহণ করেনি।

১০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি বক্স অফিসে সুপার ফ্লপ হয়।

এছাড়া, ২০০২ সালের সিনেমা 'হাম কিসি সে কাম নেহি'-তে তারা একসঙ্গে অভিনয় করেছিলেন।

যদিও এই সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল, তবে এতে ঐশ্বরিয়ার সঙ্গে সঞ্জয়ের জুটির বিশেষ কোনো প্রভাব দেখা যায়নি। সঞ্জয় দত্তের সফল সিনেমার তালিকায় ঐশ্বরিয়ার সঙ্গে করা সিনেমাগুলো ব্যর্থতার তালিকায় রয়েছে।