মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র, কারা ক্ষতিগ্রস্ত হবে

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৫, ১০:১৮ পিএম

ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র, কারা ক্ষতিগ্রস্ত হবে

ছবি - সংগৃহীত

যুক্তরাষ্ট্র তার ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। দেশটির স্টেট ডিপার্টমেন্ট একটি নতুন নির্দেশিকা জারি করেছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে। এই পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতীয় নাগরিকরা, যারা দ্রুত ভিসা পাওয়ার জন্য অন্য দেশ থেকে আবেদন করতেন।

নতুন নির্দেশনা অনুযায়ী, ভারতীয়সহ সব অ-অভিবাসী ভিসা আবেদনকারীকে তাদের নিজেদের দেশ বা বৈধ বসবাসের দেশ থেকেই ভিসার সাক্ষাৎকারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো, অতীতে অনেকেই যে পদ্ধতিতে ভিসা পেতে অপেক্ষার সময় কম এমন অন্য কোনো দেশ থেকে আবেদন করতেন, সেই পদ্ধতি বন্ধ করা।

এই নতুন সিদ্ধান্তের ফলে সেই সব ভারতীয় সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন, যারা দ্রুত ভ্রমণের জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড বা জার্মানির মতো দেশ থেকে বি১ (ব্যবসা) বা বি২ (পর্যটন) ভিসার জন্য আবেদন করতেন।

এখন থেকে শুধুমাত্র কিছু ব্যতিক্রমী পরিস্থিতিতেই অন্য দেশ থেকে আবেদন করা যাবে। এর মধ্যে সেসব দেশের নাগরিক বা বাসিন্দারা অন্তর্ভুক্ত, যেখানে মার্কিন সরকার নিয়মিত অ-অভিবাসী ভিসার কার্যক্রম পরিচালনা করে না, যেমন আফগানিস্তান, কিউবা, রাশিয়া, এবং ইরান।

পর্যবেক্ষকদের মতে, এই বিধিনিষেধের ফলে ভারতে এমনিতেই যে ভিসার জন্য অপেক্ষার দীর্ঘ জট রয়েছে, তা আরও বাড়তে পারে। এই বছরের শুরুতে মুম্বাইয়ে অপেক্ষার সময় ছিল পাঁচ মাস, আর চেন্নাইতে তা প্রায় নয় মাসে দাঁড়িয়েছিল।

কোভিড-১৯ মহামারির সময় যখন দেশে অপেক্ষার সময় তিন বছর পর্যন্ত পৌঁছে গিয়েছিল, তখন অনেকেই এই বিকল্প পদ্ধতি ব্যবহার করতেন। কিন্তু এখন থেকে সেই সুযোগ আর থাকছে না।

এছাড়া, নতুন একটি নিয়মে 'ইন্টারভিউ ওয়েভার প্রোগ্রাম' বাতিল করা হয়েছে, যার ফলে এখন প্রায় সব অ-অভিবাসী ভিসা আবেদনকারীকে সশরীরে সাক্ষাৎকারে উপস্থিত থাকতে হবে, এমনকি ৭৯ বছরের বেশি বয়সী ব্যক্তি এবং ১৪ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য।