সেপ্টেম্বর ৮, ২০২৫, ১০:৫০ পিএম
চলতি বছরের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র ও ওএমআর শিট জমাদানে ঢাকা শিক্ষা বোর্ড কঠোর নির্দেশনা জারি করেছে। নির্ধারিত সময়ে উত্তরপত্র জমা না দেওয়ায় বোর্ড কর্তৃপক্ষ অসন্তোষ প্রকাশ করেছে এবং নতুন করে সময়সীমা বেঁধে দিয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নির্দেশনা জারি করেন। বিজ্ঞপ্তিতে এটিকে 'অতীব জরুরি' বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষকদের অবশ্যই মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এবং প্রধান পরীক্ষকদের বুধবার (১০ সেপ্টেম্বর)-এর মধ্যে উত্তরপত্র ও ওএমআর শিট জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব পরীক্ষক নির্ধারিত তারিখে প্রধান পরীক্ষকের কাছে উত্তরপত্র জমা দেননি, তাদের আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
একইভাবে, যেসব প্রধান পরীক্ষক উত্তরপত্র মূল্যায়নের পরও নির্ধারিত সময়ের মধ্যে বোর্ডে ওএমআর শিট জমা দেননি, তাদের ১০ সেপ্টেম্বরের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার সেন্টারে গিয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই বিজ্ঞপ্তি ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের কাছে পাঠানো হয়েছে।