মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনে ভোটগণনা দেখা যাবে সরাসরি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৫, ১০:৩৫ এএম

ডাকসু নির্বাচনে ভোটগণনা দেখা যাবে সরাসরি

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগণনায় স্বচ্ছতা নিশ্চিত করতে একটি অভিনব পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিন বসানো হচ্ছে, যেখানে ভেতরের ভোটগণনা সরাসরি দেখানো হবে।

ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন রোববার (৭ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভোটগণনার সম্পূর্ণ প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে সরাসরি সবার সামনে তুলে ধরা হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন। মোট আটটি কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একজন ভোটারকে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট ৪১টি পদে ভোট দিতে হবে।

ডাকসু নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৯১৫ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৪০৯ জন পুরুষ এবং ৬২ জন নারী প্রার্থী।