সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৭:৩২ পিএম
দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম ওয়ানডেতে চরমভাবে বিধ্বস্ত হয়েছে ইংল্যান্ড। লিডসের হেডিংলিতে অনুষ্ঠিত এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে এবং ১৭৫ বল হাতে রেখে জয় লাভ করে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল প্রোটিয়ারা।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। তাদের বোলারদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি ইংলিশ ব্যাটাররা। মাত্র ২৪.৩ ওভারেই ১৩১ রানে অলআউট হয় স্বাগতিকরা। জেমি স্মিথ ৪৮ বলে ৫৪ রান করে দলের পক্ষে সর্বোচ্চ রান করেন। এছাড়া জো রুট ১৪, অধিনায়ক হ্যারি ব্রুক ১২ এবং জস বাটলার ১৫ রান করেন। বাকি কোনো ব্যাটারই দুই অঙ্কের কোটা পার করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার পক্ষে স্পিনার কেশব মহারাজ ৪টি এবং উইয়ান মাল্ডার ৩টি উইকেট শিকার করেন।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়াদের ওপেনিং জুটিই ম্যাচ থেকে ইংল্যান্ডকে ছিটকে দেয়। এইডেন মারক্রাম এবং রায়েন রিকেলটন ১২১ রানের জুটি গড়েন। মারকুটে ব্যাটিং করে মারক্রাম মাত্র ৫৫ বলে ৮৬ রান করেন, যার মধ্যে ১৩টি চার এবং ২টি ছক্কা রয়েছে। রিকেলটন ৫১ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য মাত্র ১১ রান বাকি থাকতেই মারক্রাম আউট হন। শেষ পর্যন্ত ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।