বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

শাকিবের চোখে সাবিনা ইয়াসমিন ‍‍`অমলিন এক নাম‍‍`

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৭:৪৯ পিএম

শাকিবের চোখে সাবিনা ইয়াসমিন ‍‍`অমলিন এক নাম‍‍`

ছবি- সংগৃহীত

বাংলা গানের জগতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ, ৪ সেপ্টেম্বর। এই কিংবদন্তি শিল্পীর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের বিভিন্ন অঙ্গনের মানুষ, যার মধ্যে রয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দিয়ে সাবিনা ইয়াসমিনকে নিয়ে তার অনুভূতির কথা প্রকাশ করেছেন।

শাকিব খান তার পোস্টে লিখেছেন, 'অদ্ভুত এক মায়া আছে তার কণ্ঠে; যা ছুঁয়ে যায় ভোরের আলোতেও, আবার রাতের নিস্তব্ধতাতেও। কখনো পুরোনো দিনের সিনেমার গানে, কখনো রেডিওর আড়ালে কিংবা আমাদের জীবনের অনুরণনে।

তবুও হৃদয়ে অমলিন এক নাম, সাবিনা ইয়াসমিন।' শাকিবের মতে, সময়ের পালাবদল ঘটলেও এবং প্রযুক্তি নতুন যুগ আনলেও সাবিনা ইয়াসমিনের কণ্ঠের আবেদন আজও সমান জনপ্রিয় ও প্রাসঙ্গিক। তিনি আরও বলেন, '৫০ বছর আগের গাওয়া তার কোনো গান শুনলেও আজও মন ছুঁয়ে যায়, হৃদয় শীতল হয়ে ওঠে।'

এই পোস্টের শেষে শাকিব খান গানের এই কিংবদন্তীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। তিনি লিখেছেন, 'গানের এই কিংবদন্তী সাবিনা ইয়াসমিন ম্যাডামের জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সুস্থ থাকুন, দীর্ঘায়ু হোন- এ কামনাই করি।' এই মন্তব্যের মাধ্যমে শাকিব খান শুধু একজন কিংবদন্তী শিল্পীকে সম্মানই জানাননি, বরং তার গানের প্রতি প্রজন্মের পর প্রজন্ম যে মুগ্ধতা, তা-ও তুলে ধরেছেন।