সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৮:৫৪ পিএম
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান বর্তমানে তার সংগীত ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তার কোলের কাছে একটি নবজাতকের ছবি ছড়িয়ে পড়ে, এবং দাবি করা হয় যে এটি তার এবং তার স্ত্রী রোজার সন্তান। এই গুজব ছড়িয়ে পড়তেই তাহসান খান বিব্রতকর অবস্থায় পড়েন এবং বিষয়টি পুরোপুরি মিথ্যা বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাহসান সংবাদমাধ্যমকে জানান যে, ভাইরাল হওয়া ছবিটি প্রায় তিন বছর আগের। তিনি বলেন, 'এই ছবিটা তিন বছর আগের এবং কোলের শিশুটা আমার এক ছোট ভাইয়ের।
তখন ওর বাচ্চাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। এটা তখনকারই ছবি।' তিনি আরও জানান, কোনো কিছু যাচাই-বাছাই না করে এভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া নিয়ে তিনি কিছুটা মনঃক্ষুণ্ন।
চলতি বছরের ৫ জানুয়ারি তাহসান খান মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন। চার মাসের পরিচয়ের পর এই দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই বিয়ের পর থেকেই তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
অন্যদিকে, সংগীতজীবনের রজতজয়ন্তী উপলক্ষে তাহসান এই মাসজুড়ে অস্ট্রেলিয়ায় বিভিন্ন কনসার্টে অংশ নেবেন, যা নিয়ে তার ভক্তরা উচ্ছ্বসিত। এই ভাইরাল ছবিটি তাহসানের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা তৈরি করলেও, তিনি দ্রুতই এর সত্যতা তুলে ধরেছেন।