বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

মেহজাবীনের নতুন ভূমিকা: প্রতিযোগী থেকে মেন্টর!

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৩:২৮ পিএম

মেহজাবীনের নতুন ভূমিকা: প্রতিযোগী থেকে মেন্টর!

ছবি- সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার কর্মজীবনের একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। ২০০৯ সালে 'লাক্স চ্যানেল আই সুপারস্টার' প্রতিযোগিতায় সেরা সুন্দরী নির্বাচিত হওয়ার পর তিনি এবার সেই একই প্রতিযোগিতায় একজন মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। তার কাছে দিনটি আজও স্মরণীয় এবং এই নতুন ভূমিকাটিকে তিনি 'বিরাট সম্মান' হিসেবে দেখছেন।

মেহজাবীন একটি সাক্ষাৎকারে তার অনুভূতি প্রকাশ করে বলেছেন, 'যখন লাক্স সুপারস্টার টিম আমাকে এই সিজন-এ একজন মেন্টর হিসেবে দায়িত্ব দেওয়ার প্রস্তাব করল, আমি সত্যিই বিস্মিত হয়েছিলাম।

কারণ আমার বিশ্বাসই হচ্ছিল না, যা শুনছি তা সত্যি।' তিনি জানান, আগের সিজনগুলোতে বিচারকের আসনে অনেক অভিজ্ঞ এবং কিংবদন্তি ব্যক্তিত্বরা ছিলেন। তাই যখন তাকে এই প্রস্তাব দেওয়া হলো, তিনি কিছুটা অবাক হয়েছিলেন।

তবে পরে যখন তিনি টিমের সঙ্গে আলোচনা করেন, তখন বুঝতে পারেন যে, এবার ধারণাটি সম্পূর্ণ ভিন্ন। এবার তারা বিচারক নন, বরং তারা মেন্টর—যারা প্রতিযোগীদের শেখাবেন এবং পথপ্রদর্শন করবেন। মেহজাবীন বলেন, "এবার আমরা প্রতিযোগীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি, তাদের শেখাচ্ছি, মেন্টরিং করছি, যাতে তারা গ্র্যান্ড ফিনালের পর নিজেদের যাত্রা শুরু করার জন্য পুরোপুরি প্রস্তুত হতে পারে।"

এই দায়িত্ব প্রসঙ্গে মেহজাবীন আরও বলেন, "এত বড় দায়িত্ব পাওয়া আমার জন্য নিঃসন্দেহে এক বিরাট সম্মান।" তিনি স্বীকার করেন যে, তিনি মাঝে মাঝে নিজেও নার্ভাস বোধ করেন, কারণ তিনি নিজেও সেই একই পথ পাড়ি দিয়ে এসেছেন। তিনি প্রতিযোগীদের মানসিক অবস্থা ভালোভাবে বুঝতে পারেন, কারণ একসময় তিনিও এই প্রতিযোগিতার একজন দুর্বল প্রতিযোগী ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি মেহজাবীন ঢালিউডে 'প্রিয় মালতী' সিনেমার মাধ্যমে অভিষেক করেছেন, যেখানে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। এই সিনেমাটি নির্মাণ, গল্প ও চিত্রনাট্য করেছেন শঙ্খ দাশগুপ্ত।