বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৬৩ জন ভর্তি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৫:০৪ পিএম

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৬৩ জন ভর্তি

ছবি - সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে, যা এ বছর মোট মৃতের সংখ্যাকে ১৩০ জনে উন্নীত করেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৬৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১১২ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া, বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৮৮ জন, ঢাকা বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট ১৩০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৭১ জন পুরুষ এবং ৫৯ জন নারী। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৩০৯ জন।