সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৪:৫৩ পিএম
চীনের একটি বিশাল সামরিক কুচকাওয়াজ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে সরাসরি নতুন হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, "ইউক্রেন যদি চুক্তি করতে রাজি না হয় তবে রাশিয়া তার সব উদ্দেশ্য অর্জনে যুদ্ধ করতে প্রস্তুত আছে।" ইউক্রেনের উদ্দেশে পুতিন আরও বলেন, "আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করো, নয়তো আমি বলপ্রয়োগ করে তা শেষ করতে বাধ্য করব।" বুধবার পুতিনের এই মন্তব্যকে ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত বিশ্বের প্রতি একটি কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ অবসানে পুতিনকে আলোচনার টেবিলে আনার চেষ্টা করেছেন। যদিও পুতিন ট্রাম্পের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেছেন, তবে তিনি এখনও পর্যন্ত সেই পথে হাঁটতে রাজি হননি। যুক্তরাজ্যের ডিফেন্স সেক্রেটারি জন হিলি কিয়েভ সফরের সময় সংবাদমাধ্যমকে বলেন যে, যুক্তরাজ্যের মতো দেশগুলো পুতিনের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে এবং ইউক্রেনকে যুদ্ধে টিকে থাকার জন্য অতিরিক্ত সহায়তা দিতে ইচ্ছুক।
গত মাসে আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠক করে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে এসেছেন পুতিন। ট্রাম্প তাকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করার জন্য রাজি করানোরও চেষ্টা করেছিলেন। তবে বুধবার পুতিন বলেন, তিনি কখনো এমন বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেননি, তবে এর জন্য প্রস্তুতি প্রয়োজন। তিনি আরও বলেন, জেলেনস্কি চাইলে যেকোনো সময় মস্কোয় তার সঙ্গে দেখা করতে যেতে পারেন। যদিও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দ্রুতই এই প্রস্তাবকে 'অগ্রহণযোগ্য' বলে উল্লেখ করেছেন।
জেলেনস্কি মনে করেন, পুতিনের এই অস্বীকৃতি রাশিয়ার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনের প্রতিরক্ষা বাড়ানোর একটি উপায়।