বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিচ্যুতরা অপরাধে জড়াচ্ছেন: ডিসি মাসুদ আলম

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৪:৪০ পিএম

আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিচ্যুতরা অপরাধে জড়াচ্ছেন: ডিসি মাসুদ আলম

ছবি - সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানিয়েছেন যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিচ্যুত সদস্যরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। বৃহস্পতিবার ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য গ্রেপ্তারের ঘটনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য দেন। ডিসি মাসুদ বলেন, এই সদস্যরা কোনো না কোনো অনৈতিক কাজে জড়িত থাকার কারণে চাকরি হারিয়েছেন।

প্রতারক চক্রের কৌশল প্রসঙ্গে তিনি বলেন, এসব চক্রের প্রচুর 'পেইড সোর্স' রয়েছে, যারা টার্গেট নির্ধারণে সহায়তা করে। কোনো ডাকাতি বা অপারেশনে অপরাধীরা যদি এক লাখ টাকা ভাগ পায়, সেখানে সোর্সরা পায় দেড় লাখ টাকা। তারা ব্যাংকে সাধারণ গ্রাহক সেজে একা, বয়স্ক ব্যক্তি বা বড় অঙ্কের টাকা উত্তোলনকারীদের টার্গেট করে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে অপরাধ চক্রের কোনো যোগসাজশ আছে কিনা, এমন প্রশ্নের জবাবে ডিসি মাসুদ আলম বলেন, এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি উদাহরণ হিসেবে বলেন, গ্রেপ্তারকৃত অপরাধী দীন ইসলাম ওরফে কাউসার আহমেদ নিজেকে পুলিশ ইন্সপেক্টর পরিচয় দেওয়ার জন্য একটি ভুয়া আইডি কার্ড তৈরি করেছিলেন, যা আসল থেকে আলাদা করা কঠিন ছিল। তার বিরুদ্ধে অন্তত ১০টি ডাকাতি মামলা রয়েছে।

ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চেনার উপায় প্রসঙ্গে ডিসি মাসুদ বলেন, জনবহুল এলাকা থেকে যদি কেউ বাহিনীর পরিচয়ে কাউকে তুলে নিতে আসে, তখন আশপাশের মানুষকে জিজ্ঞেস করতে হবে তারা কোন বিভাগ বা কোন বাহিনীর সদস্য।