সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৫:১৩ পিএম
সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করো'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঠাকুরগাঁও জেলা শাখার ত্রয়োদশ সম্মেলন আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনের সামনে উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েক।
উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য লাল পতাকা শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে ফিরে আসে। পরে জেলা সিপিবির সভাপতি ইযাকুব আলীর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।
আলোচনা সভায় অ্যাডভোকেট আবু সায়েম বলেন, "দেশের বিদ্যমান বৈষম্যমূলক কাঠামো ভেঙে দিয়ে শ্রমিক-কৃষক-জনগণের মুক্তি এবং গণমানুষের রাষ্ট্র গঠনে বাম বিকল্পই একমাত্র পথ। এজন্য ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।" তিনি অবিলম্বে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানান। দলীয় সূত্রে জানা গেছে, বিকেলে কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে এই ত্রয়োদশ জেলা সম্মেলন শেষ হবে।