সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:২৯ এএম
রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের একটি কাউন্টার এবং মালিকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত এই হামলায় সোহাগ পরিবহনের পরিচালকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। সোহাগ পরিবহন কর্তৃপক্ষ এই হামলার জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রমনা থানা ইউনিটের সভাপতি তালুকদার বিল্লালকে দায়ী করেছে।
সোহাগ পরিবহন কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী, কাউন্টারের সামনে দুই ব্যক্তি সিগারেট খাচ্ছিল। কাউন্টারের কর্মচারীরা তাদের সামনে সিগারেট না খাওয়ার অনুরোধ জানালে তারা কর্মচারীদের ওপর চড়াও হয়। কিছুক্ষণ পর ৫০-৬০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে এসে কাউন্টার ভাঙচুর করে এবং কর্মচারীদের কুপিয়ে আহত করে।
এতে সোহাগ পরিবহনের মালিক আলী হাসান তালুকদার পলাশ নিজেও আহত হন। পলাশের ভাই মাজেদুল হক নাদিম এই হামলার জন্য সরাসরি রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিল্লালকে দায়ী করেছেন। তিনি আরও বলেন, হামলাকারীরা তাদের বাসাও ভাঙচুর করেছে এবং ড্রাইভারের শরীরে ধারালো অস্ত্রের কোপ দিয়েছে।
রমনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাহিদ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ৬০ থেকে ৭০ জন লোক এসে কাউন্টারে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে দুজন গুরুতর আহত হয়েছেন এবং আরও অনেকে জখম হয়েছেন। পুলিশ হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে এবং এই ঘটনার পেছনের কারণ খুঁজে বের করার জন্য তদন্ত চালাচ্ছে।
আহতদের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজসহ বিভিন্ন স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ধরনের সহিংস ঘটনা রাজধানীতে জনমনে নতুন করে আতঙ্ক তৈরি করেছে।