বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

নাটোর পৌর এলাকার পানি পান করে অসুস্থ দুই শতাধিক মানুষ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২৫, ০২:২৪ পিএম

নাটোর পৌর এলাকার পানি পান করে অসুস্থ দুই শতাধিক মানুষ

ছবি - সংগৃহীত

নাটোর পৌরসভায় হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে, যার ফলে দুই শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২১৪ জনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, নাটোর পৌরসভার সরবরাহ করা পানি পান করেই তারা অসুস্থ হয়েছেন। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে বর্তমানে রোগীদের উপচে পড়া ভিড়। ভর্তিকৃত রোগীদের মধ্যে ১৪৯ জন নারী ও শিশু এবং ৬৫ জন পুরুষ।

রোগী ও স্বজনরা জানান, মঙ্গলবার ও বুধবার রাত থেকে ডায়রিয়া নিয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বাড়তে থাকে। তাদের অভিযোগ, পৌরসভার সরবরাহ করা পানি পান করার পর থেকেই পেটে ব্যথা শুরু হয়। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই উত্তর পটুয়াপাড়া, ঝাউতলা ও কাঠালবাড়ি এলাকার বাসিন্দা।

অসুস্থ একজনের স্বজন আকাশ বলেন, পৌরসভার সরবরাহ করা পানি পান করার পর তার স্ত্রীর পেটে ব্যথা শুরু হয় এবং পরিস্থিতি খারাপ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি জানান, হাসপাতালে আসার পর দেখেন একের পর এক রোগী ভর্তি হচ্ছে।

খবর পেয়ে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন, পৌর প্রশাসক আসমা খাতুন এবং সিভিল সার্জন ডাক্তার মো. মুক্তাদির আরেফিন ডায়রিয়া ওয়ার্ড পরিদর্শন করেন। সিভিল সার্জন জানান, "আমরা ধারণা করছি, পানি পান করার ফলেই বেশিরভাগ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।" তিনি আরও জানান, পানির নমুনা সংগ্রহ করে আইসিডিডিআরবি গবেষণা কেন্দ্রে পাঠানো হয়েছে এবং পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে। জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে এবং পানি না ফুটিয়ে খাওয়ার কারণেই এমন ঘটনা ঘটে থাকতে পারে।

নাটোর পৌর প্রশাসক আসমা খাতুন জানান, তারা বিষয়টি জানার পর থেকেই অতিরিক্ত স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করছেন এবং ওই এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। ঘটনার মূল কারণ জানতে পৌরসভা বিষয়টি খতিয়ে দেখছে।