বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনে সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে ঢাবি প্রশাসন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৩:১১ পিএম

ডাকসু নির্বাচনে সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে ঢাবি প্রশাসন

ছবি - সংগৃহীত

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সাইবার অপরাধ, সাইবার বুলিং বা ব্যক্তিগত চরিত্রহননের চেষ্টা বরদাশত করা হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে কঠোর অবস্থান ঘোষণা করেছে। বিশেষ করে নারী প্রার্থীদের ক্ষেত্রে সাইবার বুলিংয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জানা গেছে, নির্বাচনের প্রচারণার সময় কিছু প্রার্থীর অতীত কর্মকাণ্ড নিয়ে সাইবার বুলিং ও ব্যক্তিগত আক্রমণ চালানো হচ্ছে, যা মানবাধিকার পরিপন্থী। জনযোগাযোগ দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ধরনের অপরাধের প্রমাণ পেলে রিটার্নিং কর্মকর্তাদের নেতৃত্বে গঠিত ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স এবং সাইবার নিয়ন্ত্রণ সেল তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপও গ্রহণ করা হবে।

রিটার্নিং কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। তাই সাইবার বুলিং বা অপপ্রচারের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন চলাকালীন সব প্রার্থীর জন্য একটি নিরাপদ এবং সম্মানজনক পরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে।