সেপ্টেম্বর ৩, ২০২৫, ১২:৩৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একজন নারী প্রার্থীকে দলবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হুসেনকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর, ২০২৫) ঢাবি জনসংযোগ দফতর এই তথ্য নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই কুরুচিপূর্ণ হুমকি দেওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলী হুসেনকে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। জনসংযোগ দফতর জানিয়েছে, এটি বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি।
আলী হুসেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। তার বিরুদ্ধে আনা অভিযোগটি আরও তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে। এই ঘটনাটি সারাদেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।