অলিউর রহমান মিরাজ
সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৩:১১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
পৃথিবীর সর্বোচ্চ সেবা করতে চাইলে মুমূর্ষু রোগীকে করুন রক্তদান’— এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন 'মাহমুদপুর ব্লাড ডোনেশন সোসাইটির' উদ্যোগে একটি বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার মোগরপাড়া ডিগ্রি কলেজ মাঠে এই কার্যক্রম চলে। এতে কয়েক শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। একইসাথে নতুন অফিসের উদ্বোধন এবং একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
সংগঠনের উদ্যোক্তারা জানান, প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা তাদের রক্তের গ্রুপ সম্পর্কে জানে না। এ কারণে তাদের রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদানে উৎসাহিত করতে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। গত তিন বছর ধরে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি উপজেলার বিভিন্ন জায়গায় এ ধরনের কার্যক্রম চালিয়ে আসছে।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর মাহফুজ, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ. মতিন, ঘোড়াঘাট বন্ধু ফাউন্ডেশনের সভাপতি তারেক রহমান, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক আহম্মেদ আসহাব শোভন এবং মাহমুদপুর ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি মো. ফিরোজ কবির ও সাধারণ সম্পাদক মো. ছাহিবুর রহমান সহ স্থানীয় বিভিন্ন সংগঠনের সদস্যরা।
এই ধরনের মানবসেবামূলক কার্যক্রম দেখে এলাকাবাসী তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের এই অসাধারণ উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে, এমন ভালো উদ্যোগগুলো চলতে থাকলে আগামী প্রজন্ম উন্নত বাংলাদেশের গর্বিত নাগরিক হিসেবে গড়ে উঠবে।