ফরহাদ হোসেন
সেপ্টেম্বর ৩, ২০২৫, ১১:৫৫ এএম
ছবি-দিনাজপুর টিভি
দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও অদম্য ইচ্ছা ও প্রতিভার জোরে বিমান বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে দিনাজপুরের খানসামা উপজেলার ১৬ বছর বয়সী কিশোর অনুকূল রায়। তার হাতে তৈরি বিমানটির নাম 'দ্যা রয়েল স্কাই–১১০'। সম্প্রতি প্রথমবার আকাশে উড়তেই তার এই উদ্ভাবন নিজ গ্রামসহ আশপাশের এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের প্রত্যন্ত অঞ্চলে জন্ম নেওয়া অনুকূল ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি আগ্রহী। আর্থিক সীমাবদ্ধতা তার স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ালেও বাবা রণজিৎ রায়ের উৎসাহ ও সহযোগিতায় সে তার কাজ চালিয়ে গেছে। ছেলের স্বপ্ন পূরণে সীমিত সামর্থ্যের মধ্যেই প্রায় ৩০ হাজার টাকা খরচ করেছেন অনুকূলের বাবা।
কয়েক বছর ধরে কঠোর পরিশ্রম করে কর্কশিট দিয়ে বিমানের কাঠামো তৈরি করেছে অনুকূল। এতে ব্যবহার করেছে রেডিও কন্ট্রোলার, লিপো ব্যাটারি, প্রপেলার, স্পিড কন্ট্রোলার, বিএলডিসি মোটর, কার্বো মোটর, ছোট ফ্যান ও চাকার মতো যন্ত্রাংশ। সম্পূর্ণ বিমানটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়।
অনুকূল জানান, বিমান তৈরি করার পথে অনেক প্রতিবন্ধকতা ছিল, তবে পরিবারের সহযোগিতা তাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। সে সবার কাছে দোয়া ও সহযোগিতা চেয়ে বলেছে, "সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আমি আরও ভালো কিছু করতে চাই।" এর আগে ২০২৩ সালে সে একটি রোবটও তৈরি করেছিল। অনুকূল চলতি বছর আঙ্গারপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।
অনুকূলের বাবা রণজিৎ রায় বলেন, "আমার সামর্থ্য সীমিত, তবুও ছেলের স্বপ্ন পূরণে আমি সবসময় পাশে থাকার চেষ্টা করি। তার এই আবিষ্কারে এলাকার মানুষজনও খুবই খুশি। আশা করি, আমার ছেলে মানুষের মতো মানুষ হয়ে দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবে।"
গ্রামবাসী জানান, অনুকূলের এই উদ্ভাবন শুধু তার পরিবারের নয়, বরং পুরো এলাকার গর্ব। তাদের বিশ্বাস, ভবিষ্যতে অনুকূলের হাত ধরে আরও বড় কোনো প্রকল্প বাস্তবায়িত হবে এবং এলাকার সুনাম বাড়াবে।