বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২
জাতীয়তাবাদী দল বিএনপি

বিরামপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফাহিম সরকার

সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৮:২৩ পিএম

বিরামপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি-দিনাজপুর টিভি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন।

বক্তব্যে তিনি দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং কারাবন্দি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া প্রার্থনা করেন। একই সাথে তিনি বলেন, "আগামী জাতীয় নির্বাচন নিয়ে যে অপপ্রচার ও বানচালের চেষ্টা চলছে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, যার মধ্যে উল্লেখযোগ্য হলেন উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু এবং আরও অনেকে।