মো. ফাহিম সরকার
সেপ্টেম্বর ৪, ২০২৫, ১১:৪৬ এএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের কালী মন্দিরের পুকুরপাড় থেকে অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি মন্দির সংলগ্ন পুকুরপাড়ে স্থানীয়রা বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, "কালিবাড়ি মন্দিরের পুকুরপাড় এলাকায় অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড সদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখা গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।"
তিনি আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে বিষয়টি জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম মোতায়েন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সার্বিক পরিস্থিতি পুলিশের নজরদারিতে রয়েছে।
এদিকে এলাকায় হঠাৎ করে গ্রেনেড সদৃশ বস্তু দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে পুলিশের তৎপরতায় পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।