শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২
উত্তাল ইন্দোনেশিয়া

বৈষম্যের ক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, বিক্ষোভকারীদের দাবি কী?

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৩:২০ পিএম

বৈষম্যের ক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, বিক্ষোভকারীদের দাবি কী?

ছবি - সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া এখন তীব্র সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল। সংসদ সদস্যদের মাসিক ভাতা বৃদ্ধির বিতর্কিত ঘোষণা এবং পরবর্তীতে পুলিশের গাড়ির নিচে চাপা পড়ে এক তরুণ ফুড ডেলিভারি কর্মীর মৃত্যুর ঘটনা এই আন্দোলনকে দাবানলের মতো ছড়িয়ে দিয়েছে। অর্থনৈতিক সংকটে থাকা জনগণের ক্ষোভ আরও বেড়েছে যখন তারা জানতে পারে যে ৫৮০ জন সংসদ সদস্যের জন্য ৫০ মিলিয়ন রুপিয়া (প্রায় ৩ হাজার মার্কিন ডলার) মাসিক আবাসন ভাতা অনুমোদন করা হয়েছে, যা দেশটির ন্যূনতম মজুরির ১০ থেকে ২০ গুণ বেশি।

আর্থিক বৈষম্যের ক্ষোভ যখন ভেতরে ভেতরে জমা হচ্ছিল, তখনই ২১ বছর বয়সী ডেলিভারি কর্মী আফফান কুর্নিয়াওয়ানের মৃত্যু আগুনে ঘি ঢালে। রাজধানী জাকার্তায় বিক্ষোভ চলাকালে পুলিশের সাঁজোয়া যানের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়। আফফান কোনো আন্দোলনে যুক্ত ছিলেন না, কেবল ডেলিভারি দিতে যাচ্ছিলেন। তার মৃত্যু লাখো স্বল্প আয়ের মানুষের দুঃখ-কষ্টের প্রতিচ্ছবি হয়ে ওঠে, যা বিক্ষোভকে এক নতুন মাত্রা দেয়।

আফফানের মৃত্যুর পর জাকার্তা ছাড়াও সুমাত্রা, সুলাওয়েসি, কালিমান্তান ও বালির রাস্তায় মানুষ বিক্ষোভে নেমে আসে। বিক্ষোভকারীদের ঠেকাতে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। এতে একাধিক স্থানে সংঘর্ষ হয় এবং সরকারি ভবন ও এমপিদের বাড়িতে হামলা ও লুটপাট ঘটে। সরকার নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিলে উত্তেজনা আরও বেড়ে যায়। বিক্ষোভকারীদের প্রধান অভিযোগ হলো বৈষম্যের শাসন। উত্তর সুমাত্রার এক ফুড ডেলিভারি কর্মী ইমরান বলেন, "আমাদের আন্দোলনের মূল কারণ বৈষম্য। অর্থনৈতিক বৈষম্য, শিক্ষাগত বৈষম্য, স্বাস্থ্য বৈষম্য এবং অসম জনসেবার কারণে ক্ষোভ জমে উঠেছে।" তিনি আরও বলেন, "আমরা শুধু একটি স্বচ্ছ আমলাতন্ত্র, ন্যায্য সুযোগ এবং বৈষম্যহীন দেশ চাই।"

পরিস্থিতি সামাল দিতে সরকার জনপ্রতিনিধিদের আবাসন ভাতা বাতিল করেছে, বেতন বৃদ্ধি বন্ধ করেছে এবং বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শুধু এই পদক্ষেপে বিক্ষোভ সম্পূর্ণ থামবে, তার কোনো নিশ্চয়তা নেই।