শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

টানা তিন দিন ধরে কমছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৪:৩৮ পিএম

টানা তিন দিন ধরে কমছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

ছবি - সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে টানা পতন অব্যাহত রয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) থেকে শুক্রবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত টানা তিন দিন ধরে ক্রুড অয়েলের দাম কমেছে। শুক্রবার সকালে, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১০ সেন্ট কমে ৬৬.৮৯ ডলারে দাঁড়িয়েছে এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দাম ১৩ সেন্ট কমে ৬৩.৩৫ ডলার হয়েছে। এই পতনের ফলে, এক সপ্তাহে ব্রেন্টের দাম কমেছে প্রায় ১.৮ শতাংশ এবং WTI কমেছে ১ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, ওপেক প্লাস জোটের সম্ভাব্য বাড়তি সরবরাহ এবং যুক্তরাষ্ট্রে অপ্রত্যাশিতভাবে তেলের মজুত বৃদ্ধিই এই দাম কমার প্রধান কারণ। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসন (EIA) জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত ২৪ লাখ ব্যারেল বেড়েছে, যা বাজার বিশ্লেষকদের প্রত্যাশার বিপরীত। এছাড়া, আসন্ন বৈঠকে ওপেক প্লাস জোট অক্টোবর থেকে উৎপাদন আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করতে পারে, যা বাজারে অতিরিক্ত সরবরাহ সৃষ্টি করতে পারে।

তবে বাজারে এখনো অনিশ্চয়তা বিরাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় দেশগুলোকে রাশিয়ার তেল আমদানি বন্ধের আহ্বান জানিয়েছেন। যদি রাশিয়ার সরবরাহে কোনো ধরনের বিঘ্ন ঘটে, তবে বৈশ্বিক তেলের দাম আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে, সরবরাহ ও মজুতের চাপের কারণে বাজারে তেলের দাম নিম্নমুখী হলেও ভূরাজনৈতিক ঝুঁকি এখনো এর গতিপথ নির্ধারণে একটি বড় ভূমিকা রাখছে।