সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৬:৫১ পিএম
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ কোনোভাবেই কমছে না। গত এক সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ২,৫৫৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত শনি থেকে আজ শুক্রবার পর্যন্ত ডেঙ্গুতে ১২ জন মারা গেছেন এবং ২,৫৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগের সপ্তাহে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছিল এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২,৫৮৬ জন। এতে বোঝা যায়, ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা কমলেও মৃত্যুর হার এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।
গত সাত দিনের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, ৩০ আগস্ট কোনো মৃত্যু না হলেও ৩৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ৩১ আগস্ট চারজনের মৃত্যু এবং ৫৬৮ জন হাসপাতালে, ১ সেপ্টেম্বর কোনো মৃত্যু না হলেও ৫৫২ জন হাসপাতালে, ২ সেপ্টেম্বর তিনজনের মৃত্যু এবং ৪৭৩ জন হাসপাতালে, ৩ সেপ্টেম্বর দুইজনের মৃত্যু এবং ৪৪৫ জন হাসপাতালে, ৪ সেপ্টেম্বর তিনজনের মৃত্যু এবং ৩৬৩ জন হাসপাতালে এবং ৫ সেপ্টেম্বর কোনো মৃত্যু না হলেও ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৩,৪৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ৩১,৭৯৪ জন ছাড়পত্র পেয়েছেন। তবে এখন পর্যন্ত মোট ১৩০ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।