শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

ঘাম মুছতে ওয়েট টিস্যু ব্যবহারে বিপদ, সতর্ক করলেন গবেষকরা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৭:৩৩ পিএম

ঘাম মুছতে ওয়েট টিস্যু ব্যবহারে বিপদ, সতর্ক করলেন গবেষকরা

ছবি - সংগৃহীত

গরম থেকে সাময়িক স্বস্তি পেতে অনেকেই বারবার ওয়েট টিস্যু দিয়ে মুখ মুছতে থাকেন। কিন্তু এই অভ্যাসটি স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক জন কুক মিলস ওয়েট টিস্যু নিয়ে এমন কিছু তথ্য প্রকাশ করেছেন, যা শুনে অনেকেই চমকে উঠবেন।

গবেষক মিলস জানান, ওয়েট টিস্যুতে সোডিয়াম লরিল সালফেট নামক একটি রাসায়নিক পদার্থ থাকে, যা স্পর্শকাতর ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। এছাড়া, এতে থাকা মিথাইল ক্লোরিসেথিয়া জোলাইন নামক আরেকটি রাসায়নিক বড়দের ত্বকের জন্যও ক্ষতিকর। গবেষকদের মতে, ঘন ঘন ওয়েট ওয়াইপস ব্যবহার করলে এর প্লাস্টিক ও রাসায়নিক ধীরে ধীরে শরীরের কোষে জমতে থাকে, যা একসময় ক্যান্সারের কারণ হতে পারে।

এই টিস্যু শুধুমাত্র স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর নয়, পরিবেশের জন্যও এটি একটি বড় হুমকি। বেশিরভাগ ওয়েট ওয়াইপসে প্লাস্টিকের তন্তু থাকে, যা প্রাকৃতিকভাবে পচনশীল নয়। ফলে এটি মাটিতে মিশে যায় না, যা পরিবেশ দূষণ ঘটায়।

সুতরাং, সাময়িক আরামের জন্য ওয়েট টিস্যু ব্যবহার করলেও দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ দূষণের কথা মাথায় রেখে এর ব্যবহার সীমিত করা উচিত।