শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

সাইফুর রহমান না থাকলে অর্থনীতির মুখ থুবড়ে পড়ত : মঈন খান

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৭:২৩ পিএম

সাইফুর রহমান না থাকলে অর্থনীতির মুখ থুবড়ে পড়ত : মঈন খান

ছবি - সংগৃহীত

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন যে, এম সাইফুর রহমানের মতো একজন দূরদর্শী নেতা না থাকলে বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ত। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, তার বাবা এবং পরে তিনি নিজেও এম সাইফুর রহমানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন, যা তার জন্য পরম সৌভাগ্য। তিনি সাইফুর রহমানকে একজন অসাধারণ ব্যবস্থাপক (ম্যানেজমেন্ট) এবং বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার সর্বশেষ আপডেট সম্পর্কে জ্ঞান রাখা একজন ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন। তার মতে, সাইফুর রহমানই বাংলাদেশে ভ্যাট সংযোজনের মতো যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন, যা সরকারের কোষাগারকে সমৃদ্ধ করেছে।

ড. মঈন খান আওয়ামী লীগের সমালোচনা করে বলেন যে, আজকের বিশ্ব বাস্তবতায় ভ্যাট ছাড়া কোনো সরকার টিকে থাকতে পারে না। অথচ তৎকালীন আওয়ামী লীগ সরকার এই ভ্যাট ব্যবস্থার কঠোর বিরোধিতা করেছিল। তিনি মরহুম সাইফুর রহমানকে নিয়ে স্মরণসভা আয়োজন করায় আরিফুল হক চৌধুরীসহ দলের নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।