সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৬:২৫ পিএম
ত্রিদেশীয় সিরিজে সংযুক্ত আরব আমিরাতকে ৩১ রানে হারিয়ে পাকিস্তান ফাইনালে উঠেছে। কিন্তু এই জয়ে সন্তুষ্ট হতে পারেননি পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে তিনি দলের টপ অর্ডার ব্যাটিং ব্যর্থতা ও আরব আমিরাতের দুর্বল ফিল্ডিংয়ের কঠোর সমালোচনা করেছেন।
রমিজ রাজা বলেন, "পাকিস্তান ম্যাচ জিতেছে ঠিকই, তবে এতে আনন্দ খুঁজে পাওয়া যায়নি। যদি নওয়াজ ও ফখরের ক্যাচ ধরা হতো, তাহলে পাকিস্তানের রান হয়তো ১৩০-এর আশপাশে থেমে যেত।" তার মতে, আরব আমিরাতের দুর্বল ফিল্ডিংই পাকিস্তানকে বড় সুবিধা দিয়েছে এবং ১৭০ রান তুলতে সাহায্য করেছে, যা তাদের মতো দলের জন্য অনেক বেশি।
তবে পাকিস্তানের বোলিং আক্রমণের প্রশংসা করেছেন রমিজ। তিনি বলেন, "পাকিস্তানের বোলিং আক্রমণ অসাধারণ। আমিরাতের বিপক্ষে দুই দলের মধ্যে পার্থক্যটা খুব পরিষ্কারভাবে ধরা পড়েছে।" এই জয়কে তিনি পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ মনে করেন, কারণ ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হলে সেটিই হবে আসল পরীক্ষার আগে প্রস্তুতি। তিনি বিশেষভাবে আবরার আহমেদের বোলিংয়ের প্রশংসা করে বলেন, "আবরার ক্যারিয়ারের সেরা বোলিং করেছে। সবচেয়ে প্রশংসনীয় বিষয় হলো, হঠাৎ সুযোগ পেয়ে কঠিন মুহূর্তেও সে দারুণভাবে দায়িত্ব পালন করেছে।"
রমিজ রাজা দলের নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, "ব্যাটিং লাইনআপ বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও একই দল রাখা হচ্ছে, কিন্তু বোলিং—বিশেষ করে স্পিন বিভাগে—অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা চলছে।" এশিয়া কাপ সামনে রেখে তিনি সতর্ক করে বলেন, "ভুলের সুযোগ খুবই কম থাকবে। টপ অর্ডারকে স্পিন ও পেস—দুটো ক্ষেত্রেই টেকনিক্যালি ও মানসিকভাবে উন্নতি করতে হবে। নইলে বড় দলের বিপক্ষে সমস্যায় পড়বে পাকিস্তান।