শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

নভেম্বরে সিরিজ খেলতে আসছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৫, ১০:২০ এএম

নভেম্বরে সিরিজ খেলতে আসছে শ্রীলঙ্কা

ছবি- সংগৃহীত

নভেম্বরে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল। আসন্ন এই সিরিজকে সামনে রেখে সাভারের বিকেএসপিতে আজ (শুক্রবার) থেকে শুরু হয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ দলের বিশেষ ক্যাম্প। মোট ৩০ জন তরুণ ক্রিকেটারকে নিয়ে এই ক্যাম্প শুরু হয়েছে, যা আগামী তিন সপ্তাহ ধরে চলবে এবং ২৫ সেপ্টেম্বর শেষ হবে।

এই ক্যাম্প থেকে সেরা পারফর্ম করা ১৫ জন ক্রিকেটারকে নিয়ে গঠিত হবে চূড়ান্ত স্কোয়াড, যারা শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দল ২৪ থেকে ২৫ নভেম্বরের মধ্যে বাংলাদেশে আসার কথা রয়েছে। সফরের সময়সূচি অনুযায়ী, দুই দল দুটি তিন দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। যদিও সফরের বিস্তারিত ভেন্যু এবং খেলার সূচি এখনো চূড়ান্ত হয়নি।

গত বছর অনূর্ধ্ব-১৭ দলের ক্যাম্পে ২৯ জন ক্রিকেটার অংশ নিয়েছিল, এবার সেই সংখ্যা বাড়িয়ে ৩০ করা হয়েছে। এই ক্যাম্পে যোগ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের উদীয়মান পেসার তানভীর হোসেন দ্বীপ। ক্রিকেটারদের এই ক্যাম্পে যোগদানের শেষ সময় ছিল বিকেল ৫টা। ক্যাম্পের তত্ত্বাবধানে থাকবেন কোচ হান্নান সরকার। তিনি জানান, "আশা করছি এবারের ক্যাম্প ভালোভাবে শেষ হবে। ক্রিকেটারদের সামনে চ্যালেঞ্জ থাকবে। যারা ভালো করতে পারবে তাদের সামনে দুয়ার খুলে যাবে।"

এই ক্যাম্পের পর ক্রিকেটারদের কিছুদিনের জন্য বিশ্রাম দেওয়া হবে, এবং তারপর আবারও দুই সপ্তাহের ক্যাম্প অনুষ্ঠিত হবে। এই ধারাবাহিক প্রক্রিয়া তরুণ ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।