সেপ্টেম্বর ৫, ২০২৫, ১০:২১ এএম
নেইমার, ভিনিসিয়ুস, রদ্রিগো’র মতো তারকাদের অনুপস্থিতিতেও ব্রাজিলের দাপট কমেনি। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মারাকানার মাঠে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে কার্লো আনচেলত্তির দল। দলের হয়ে গোল করেছেন তরুণ তারকা এস্তেভাও, লুকাস পাকেতা ও ব্রুনো গিমারেস।
গত কয়েক দিন ধরে নেইমারের বাদ পড়া নিয়ে দলের ভেতরে যে বিতর্ক চলছিল, তার কোনো প্রভাব মাঠে দেখা যায়নি। ম্যাচের শুরু থেকেই ব্রাজিল নিজেদের আধিপত্য বিস্তার করে খেলে। ৬৫ শতাংশ বল নিজেদের দখলে রেখে তারা মোট ২২টি শট নেয়, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্য বরাবর। অন্যদিকে, চিলি পুরো ম্যাচে মাত্র ৩টি শট নিতে পারে এবং একটিও লক্ষ্যে রাখতে পারেনি। পরিসংখ্যানই বলে দেয়, ম্যাচটি ছিল সম্পূর্ণ একপেশে।
ম্যাচের ৩৮তম মিনিটে অসাধারণ এক বাইসাইকেল কিকে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন তরুণ খেলোয়াড় এস্তেভাও। এই গোলের পরই ব্রাজিল বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে কোচ আনচেলত্তির কৌশলগত পরিবর্তন কাজে আসে। বদলি হিসেবে নামা লুইস হেনরিকের দুর্দান্ত ড্রিবলিংয়ের পর তার ক্রস থেকে হেডে গোল করেন লুকাস পাকেতা। শেষ গোলটিও আসে হেনরিকের অবদানে। ডান দিক দিয়ে আক্রমণে উঠে তার জোরালো শট ক্রসবারে লেগে ফিরে এলে ফিরতি বলে গোল করে দলের জয় নিশ্চিত করেন ব্রুনো গিমারেস।
এই জয়ে ব্রাজিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। অন্যদিকে, এই হারের পর চিলি সমান ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতেই রয়ে গেল।