সেপ্টেম্বর ৫, ২০২৫, ১২:৩৬ পিএম
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার চান্দিনা বাজারে সোনালী ব্যাংকের নিচে হঠাৎ করে আগুন জ্বলে উঠলে উৎসুক জনতার ভিড় জমে যায়। প্রাথমিকভাবে অনেকে এটিকে সত্যিকারের অগ্নিকাণ্ড ভেবে আতঙ্কিত হলেও, পরে জানা যায় এটি ছিল জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি অগ্নিনির্বাপণ মহড়া।
চান্দিনা ফায়ার সার্ভিসের একটি দল এই মহড়ার আয়োজন করে। তাদের উদ্দেশ্য ছিল স্থানীয় ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে হাতে-কলমে শেখানো যে, কীভাবে গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে দ্রুত ও নিরাপদে তা নিভিয়ে ফেলা যায়।
প্রশিক্ষণে দেখানো হয়, একটি সাধারণ চটের বস্তা বা খালি হাতেই গ্যাসের সিলিন্ডারের মুখ চেপে ধরে আগুন নেভানো সম্ভব। এছাড়া, কার্বন ডাই অক্সাইড গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে আগুন নেভানোর কৌশলও শেখানো হয়।
সোনালী ব্যাংকের কর্মচারী মোবারক হোসেন এই প্রশিক্ষণে অংশ নিয়ে বলেন, "গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে যে কেউ ভয়ে ঘর ছেড়ে নিরাপদ দূরত্বে চলে যায়। কিন্তু ওই গ্যাস সিলিন্ডারের আগুন যে এতো সহজে নেভানো যায় তা ভাবতেও পারিনি। আজ নিজ হাতে গ্যাস সিলিন্ডারের আগুন নেভানো শিখলাম।
" চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে করণীয় সম্পর্কে জনসচেতনতা বাড়াতেই তারা স্কুল, কলেজ, ব্যাংক এবং হাট-বাজারে এমন মহড়ার আয়োজন করেন। তারই ধারাবাহিকতায় এই মহড়াটি সোনালী ব্যাংকের সামনে আয়োজিত হয়েছিল। এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।