শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

ফিলিস্তিনি ৩ মানবাধিকার সংগঠনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৫, ১১:৫৭ এএম

ফিলিস্তিনি ৩ মানবাধিকার সংগঠনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ছবি - সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-তে মামলা করার প্রচেষ্টার অভিযোগে ফিলিস্তিনের তিনটি মানবাধিকার সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই তিনটি সংগঠন হলো—প্যালেস্টিনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (পিসিএইচআর), আল-হক এবং আল-মেজান সেন্টার ফর হিউম্যান রাইটস। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এই সংস্থাগুলোকে ‘স্পেশালি ডিজাইনেটেড ন্যাশনালস অ্যান্ড ব্লকড পারসনস লিস্ট’-এ যুক্ত করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম 'মিডল ইস্ট আই'।

জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত এই মার্কিন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এই ফিলিস্তিনি সংগঠনগুলো শুধু ইসরায়েলের বিরুদ্ধে নয়, বরং যুক্তরাষ্ট্র এবং পুরো পশ্চিমা বিশ্বের বিরুদ্ধেও কাজ করছে।

এদিকে, গাজায় ইসরায়েলি সেনাদের তীব্র হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে শুধু গাজা সিটিতেই ৪৪ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে অন্তত ৩০ শতাংশই শিশু। অর্থাৎ, ২০২৩ সালের অক্টোবর থেকে প্রতিদিন গড়ে ২৮ জন শিশু নিহত হচ্ছে। একই সময়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় মোট ৬৪ হাজার ২৩১ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬১ হাজার ৫৮৩ জন আহত হয়েছেন।