রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

ফিলিস্তিনি ৩ মানবাধিকার সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৫, ১০:৩৯ এএম

ফিলিস্তিনি ৩ মানবাধিকার সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ছবি- সংগৃহীত

ফিলিস্তিনের তিনটি মানবাধিকার সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তদন্তে সহযোগিতা করার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। টিআরটি ওয়ার্ল্ড-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশের আওতায় এই তিনটি সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এই সংস্থাগুলো হলো- আল হক, আল মেজান সেন্টার ফর হিউম্যান রাইটস এবং প্যালেস্টাইনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (পিসিএইচআর)।

মার্কো রুবিও বলেন, “আইসিসি ইসরায়েলি নাগরিকদের তদন্ত, গ্রেপ্তার, আটক বা বিচারের জন্য যে উদ্যোগ নিয়েছে, এই সংস্থাগুলো সরাসরি তাতে জড়িত।” তিনি আরও বলেন, যেহেতু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল রোম সংবিধির অংশীদার নয়, তাই তারা আইসিসির এই ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কার্যক্রমের বিরোধিতা করে।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে ইসরায়েল স্বাগত জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সা’আর বলেছেন, “তিনটি ফিলিস্তিনি সংগঠনকে লক্ষ্যবস্তু করার জন্য আমরা রুবিওর প্রতি কৃতজ্ঞ। তারা আইসিসিকে ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক অভিযানে সহায়তা করেছে।” জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি দাননও একই সুরে কথা বলেছেন।

অন্যদিকে, মানবাধিকার সংস্থাগুলো এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর গবেষণা ও অ্যাডভোকেসি পরিচালক এরিকা গুয়েভারা-রোসাস এই পদক্ষেপকে "গভীরভাবে উদ্বেগজনক ও মানবাধিকার ও বৈশ্বিক বিচারের ওপর লজ্জাজনক আঘাত" বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “এই সংগঠনগুলো ভয়াবহ পরিস্থিতিতেও মানবাধিকার লঙ্ঘনের তথ্য নথিভুক্ত করে আসছে। এটি পুরো ফিলিস্তিনি মানবাধিকার আন্দোলনের ওপর নগ্ন আঘাত।”