সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৩:৪৫ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বর্তমান পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।ইসি আনোয়ারুল বলেন, "নির্বাচনের পরিবেশ শতভাগ অনুকূলে আছে। ভোট না হওয়ার মতো কোনো পরিস্থিতি আছে বলে আমরা মনে করি না।" কোনো ধরনের শঙ্কা কমিশন দেখছে না বলেও তিনি জানান।
আন্তর্জাতিক অপরাধ আদালতের নতুন আইন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, "অন্যান্য আইনের সঙ্গে, বিশেষ করে সংবিধানের সঙ্গে এই আইন সাংঘর্ষিক হয় কিনা, তা খতিয়ে দেখার জন্যই গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তারা সবকিছু পর্যালোচনা করে অনুমোদন দেবে।"
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "সংলাপ রোডম্যাপ অনুযায়ী এই মাসের শেষেই অনুষ্ঠিত হওয়ার কথা।"
নতুন দলগুলোর নিবন্ধন প্রসঙ্গে তিনি জানান, ২২টি নতুন দলের নিবন্ধনের জন্য মাঠ পর্যায়ে তদন্তের প্রতিবেদন এখনো পুরোপুরি আসেনি। তিনি আশা করেন, এক সপ্তাহের মধ্যে সব প্রতিবেদন চলে আসবে। এরপর নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তের সময় যদি কোনো দলের নামের সঙ্গে অন্য কোনো সংগঠনের নামের মিল পাওয়া যায়, তাহলে আপত্তি আসতে পারে। সেগুলোর নিষ্পত্তি হওয়ার পর এ মাসেই নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।