রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

প্রাথমিকের শিক্ষার্থীদের দুপুরের খাবারে থাকবে বন রুটি, কলা, ডিম ও ফল

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৪:০৮ পিএম

প্রাথমিকের শিক্ষার্থীদের দুপুরের খাবারে থাকবে বন রুটি, কলা, ডিম ও ফল

ছবি - সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিগগিরই দুপুরের খাবার বা 'মিড ডে মিল' চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীর দুপুরের খাবারে থাকবে বন রুটি, কলা, ডিম ও বিভিন্ন দেশীয় ফল।রবিবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

উপদেষ্টা বলেন, শুধু শিক্ষার হার বাড়ালে হবে না, শিক্ষার গুণগত মান বাড়ানোও জরুরি। এ লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা একজন শিক্ষার্থীর জীবনের মূল ভিত্তি। শিক্ষার শুরুতে একজন শিক্ষার্থী যদি শক্তিশালী ভিত্তি পায়, তাহলে তার বাকি শিক্ষাজীবন ভালোভাবে কাটবে।

তিনি জানান, আগামী সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে দেশের ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে 'মিড ডে মিল' কার্যক্রম শুরু করা হবে। এর পাশাপাশি, যেসব স্কুলের শিক্ষার্থীরা পড়াশোনায় পিছিয়ে রয়েছে, তাদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার প্রত্যাশা করা হচ্ছে।