শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

জাকসু নির্বাচনে ছাত্রদলের ৮ দফা ইশতেহার ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৪:৩৪ পিএম

জাকসু নির্বাচনে ছাত্রদলের ৮ দফা ইশতেহার ঘোষণা

ছবি - সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ‘সাদী-বৈশাখী-সাজ্জাদ-ইকরা পরিষদ’ তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের অদম্য চব্বিশ স্তম্ভের সামনে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এই ইশতেহার প্রকাশ করা হয়। ‘প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ’—এই স্লোগানকে সামনে রেখে প্যানেলটি ৮টি মূল অঙ্গীকারের কথা জানিয়েছে।

প্যানেলের নেতারা বলেন, তাদের পরিকল্পনায় শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং তারা নির্বাচিত হলে ক্যাম্পাসকে নিরাপদ, আধুনিক ও আন্তর্জাতিক মানের শিক্ষাঙ্গনে রূপান্তর করবেন। ইশতেহারে উল্লেখিত প্রধান বিষয়গুলো হলো—

  • আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা: নিয়মিত ক্লাস-পরীক্ষা, উন্নত কোর্স কারিকুলাম, আন্তর্জাতিক মানের ভাষা শিক্ষা ইনস্টিটিউট স্থাপন, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি এবং লাইব্রেরি ডিজিটালাইজেশন। শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও পার্টটাইম চাকরির সুযোগ নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

  • শিক্ষাবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস: জোরপূর্বক কর্মসূচি, র‍্যাগিং, গেস্টরুম-গণরুম সংস্কৃতি বন্ধ, নারী-পুরুষের জন্য আলাদা প্রার্থনাকক্ষ, ‘ইমার্জেন্সি হেল্পলাইন’ চালু এবং পুরো ক্যাম্পাসকে সিসিটিভির আওতায় আনা।

  • পরিকল্পিত আবাসন ও উন্নত খাবার: প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের জন্য সিট নিশ্চিত করা, মেস ও ক্যান্টিনে খাবারের মান উন্নয়ন এবং ভর্তুকি বৃদ্ধি।

  • নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসুরক্ষা: নারী হলের নিরাপত্তা জোরদার, চাইল্ড কেয়ার সেন্টার, যৌন নিপীড়নবিরোধী সেলের সংস্কার, স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপন এবং নারী উদ্যোক্তাদের জন্য ‘উদ্যোক্তা তহবিল’ গঠন।

  • মানসম্মত স্বাস্থ্যসেবা: চিকিৎসা কেন্দ্র আধুনিকীকরণ, ২৪/৭ চিকিৎসা সেবা, টেলিমেডিসিন, মনোবিদ নিয়োগ এবং চিকিৎসা কেন্দ্রকে ২০ শয্যার আধুনিক হাসপাতালে রূপান্তর।

  • সুসমন্বিত পরিবহন: অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থার উন্নয়ন, বিশ্ববিদ্যালয় বাসে জিপিএস ট্র্যাকার ও মোবাইল অ্যাপস চালু এবং নতুন রুট সংযোজন।

  • ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড: বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চালু, জিমনেসিয়াম আধুনিকীকরণ এবং নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি চর্চায় সহায়তা।

  • পরিবেশ সংরক্ষণ ও প্রাণীবান্ধব ক্যাম্পাস: প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা, অতিথি পাখির জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং নিয়মিত বৃক্ষরোপণ।

প্যানেলের ভিপি প্রার্থী মো. শেখ সাদী হাসান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এখন আমাদের লক্ষ্য একটি শিক্ষাবান্ধব, নিরাপদ ও আধুনিক জাহাঙ্গীরনগর গড়ে তোলা এবং নিয়মিত জাকসু নির্বাচন নিশ্চিত করা।” তিনি আরও বলেন, তারা ইতোমধ্যে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীকে হেপাটাইটিস বি ভ্যাকসিনের আওতায় এনেছেন এবং ২০ শয্যার একটি মেডিকেল সেন্টার তৈরির পরিকল্পনা রয়েছে।