শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

নভেম্বরের মধ্যে রোহিঙ্গাদের তহবিল ফুরিয়ে যাবে: কার্ল স্কাউ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৫:০৬ পিএম

নভেম্বরের মধ্যে রোহিঙ্গাদের তহবিল ফুরিয়ে যাবে: কার্ল স্কাউ

ছবি - সংগৃহীত

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) উপপরিচালক কার্ল স্কাউ জানিয়েছেন, নভেম্বরের মধ্যেই রোহিঙ্গাদের জন্য তহবিল ফুরিয়ে যাবে। এই অবস্থায় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রোহিঙ্গারা এখন সম্পূর্ণভাবে ডব্লিউএফপির সহায়তার ওপর নির্ভরশীল, কারণ তাদের কাজ করার বা মিয়ানমারের রাখাইনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।

সম্প্রতি বাংলাদেশ সফরকালে ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্ল স্কাউ এই উদ্বেগের কথা জানান। তিনি বলেন, “অভিজ্ঞতা থেকে আমরা জানি, যখন সহায়তা বন্ধ করা হয়, তখন মানুষ বাধ্য হয়ে নেতিবাচক উপায়ে বেঁচে থাকার পথ খোঁজে।” তিনি বাংলাদেশের জনগণ এবং কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর উদারতা ও সহযোগিতার প্রশংসা করেন। স্কাউ বলেন, রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বাংলাদেশ থেকেই সংগ্রহ করা হয়, যা দেশের অর্থনীতিকেও সহায়তা করে।

তিনি বলেন, “আমাদের তহবিল ফুরিয়ে আসছে। নভেম্বরের পর এই কার্যক্রম চালিয়ে যাওয়ার মতো অর্থ আমাদের হাতে নেই।” তহবিল সংকট মোকাবিলার জন্য ডব্লিউএফপি বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করছে। স্কাউ জানান, রোহিঙ্গাদের জন্য পাওয়া মোট সহায়তার প্রায় ৬০ শতাংশ এসেছে যুক্তরাষ্ট্র থেকে। তিনি অন্যান্য দেশ, বিশেষ করে আসিয়ানভুক্ত দেশ, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওআইসিভুক্ত দেশগুলোর প্রতি সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “এই পরিস্থিতির জন্য রোহিঙ্গারা দায়ী নয়, তাই তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের ওপর নির্ভর করার দাবি রাখে।