সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৭:৩৬ পিএম
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন, গত ১৭ বছরে বাংলাদেশের শিক্ষার্থীদের ভুল ইতিহাস শেখানো হয়েছে। শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। রাজনীতি কোনো ব্যবসার হাতিয়ার নয় এবং যারা শহীদ জিয়ার রাজনীতি বোঝেন, তারা কোনো অন্যায় কাজে যুক্ত হতে পারেন না। জেলা জিয়া পরিষদ আয়োজিত পঞ্চগড়-১ আসনের শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নওশাদ জমির শিক্ষকতাকে একটি মহান পেশা হিসেবে উল্লেখ করেন এবং দেশের শিক্ষকদের দুর্দশার কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের দেশে শিক্ষকদের এখনো বেতন বাড়ানোর জন্য বা শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি করার জন্য রাস্তায় দাঁড়াতে হয়, যা অত্যন্ত দুঃখজনক।”
নতুন ভোটারদের নিয়ে কাজ করার ওপর জোর দিয়ে তিনি বলেন, “যাদের বয়স ১৮ থেকে ২২, তাদের নিয়ে কাজ করুন। কারণ, তাদের মিথ্যা ইতিহাস শেখানো হয়েছে। গত ১৫-১৭ বছরে তারা যে ইতিহাস পড়েছে, তার সঙ্গে সত্য ইতিহাসের অনেক পার্থক্য রয়েছে।” তিনি শিক্ষকদের মানবজাতির সবচেয়ে বড় প্রকল্পের কারিগর হিসেবে আখ্যা দেন। তিনি সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটলের উদাহরণ দিয়ে বলেন, “আপনারা যেখানেই যান না কেন, সক্রেটিসের মতোই হাঁটছেন। আপনাদের মাধ্যমেই এই দেশ বদলে যাবে এবং আমরা একটি সুশৃঙ্খল জাতি পাব।”
জিয়া পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রীনা পারভিন, যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল এবং বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষকরা।