সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৬:৪৫ পিএম
আবহাওয়া অধিদপ্তর দেশের আট বিভাগেই আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এটি দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি নিয়ে আসতে পারে।
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির পূর্বাভাস থাকলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। মধ্য প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাত হতে পারে। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে।