সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৭:১৪ পিএম
জয় প্রায় হাতের মুঠোয় ছিল। ৯০ মিনিট পেরিয়ে যোগ করা সময়ের মাত্র কয়েক সেকেন্ড বাকি। কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের। আজ ইয়েমেনের কাছে ১-০ গোলে হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা।
ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত দুর্দান্ত খেলেছেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। ৮৪ এবং ৮৭ মিনিটে তিনি ইয়েমেনের দুটি নিশ্চিত গোল ঠেকিয়ে দিয়েছিলেন। কিন্তু যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বদলি খেলোয়াড় মোহাম্মদ এসাম আল আওয়ামির নেওয়া একটি শট আর বাঁচাতে পারেননি। তার শটটি গোলের ডান কোণা দিয়ে জালে জড়িয়ে যায়, যা বাংলাদেশের স্বপ্নকে গুঁড়িয়ে দেয়। এই হারের পেছনে আংশিক দায় মজিবর রহমান জনির, যিনি ৮৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কৃত হন, যার ফলে দলের ওপর চাপ কয়েক গুণ বেড়ে যায়।
এর আগে ম্যাচের ৩২ মিনিটে বাংলাদেশ লিড নেওয়ার দারুণ সুযোগ পেয়েছিল। মোরসালিনের নেওয়া জোরালো শটটি ইয়েমেনের গোলরক্ষক ওসমাহ আলী মোকরেফ অবিশ্বাস্যভাবে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন। এই সুযোগটিই ছিল বাংলাদেশের জন্য ম্যাচের সবচেয়ে বড় সুযোগ।
এই হারের ফলে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল বাংলাদেশের। গ্রুপ ‘সি’তে এটি তাদের টানা দ্বিতীয় হার। প্রথম ম্যাচে তারা স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ গোলে হেরেছিল। কাগজে-কলমে কিছুটা সম্ভাবনা থাকলেও সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে বাংলাদেশের ভাগ্য। আগামী ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।