শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

অঁরির রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে, ফ্রান্সের স্বস্তির জয়

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৫, ০২:১৪ পিএম

অঁরির রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে, ফ্রান্সের স্বস্তির জয়

ছবি - সংগৃহীত

২০২৫ - ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইউক্রেনের বিপক্ষে ২-০ গোলের স্বস্তির জয় পেয়েছে ফ্রান্স। দলের হয়ে একটি গোল করে কিংবদন্তি থিয়েরি অঁরির রেকর্ড স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপ্পে। এই জয়ের মাধ্যমে ফ্রান্স তাদের বিশ্বকাপ অভিযান দারুণভাবে শুরু করল।

শুক্রবার দিবাগত রাতে অনুষ্ঠিত এই ম্যাচের ৮২তম মিনিটে অসাধারণ এক গোল করেন এমবাপ্পে। এই গোলের পর ফ্রান্সের জার্সিতে তার গোলসংখ্যা দাঁড়ালো ৫১-তে, যা অঁরির রেকর্ড ছুঁয়েছে। ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এমবাপ্পে এখন দ্বিতীয় স্থানে রয়েছেন। তার সামনে শুধু অলিভিয়ে জিরু, যার গোলসংখ্যা ৫৭। মাত্র ৭টি গোল করলেই এমবাপ্পে জিরুর রেকর্ড ভেঙে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন।

ম্যাচের শুরুতেই মাইকেল ওলিসে ফ্রান্সকে ১-০ গোলে এগিয়ে দেন। এরপর এমবাপ্পে তার রিয়াল মাদ্রিদ সতীর্থ অরেলিয়ান শুয়ামেনির সহায়তায় দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাক থেকে গোলটি করেন।

ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, “আমরা আরও গোল করতে পারতাম। আমি নিজেও কয়েকটি সুযোগ নষ্ট করেছি। তবে এটা বেশ ভালো শুরু।” ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বলেন, “প্রথমার্ধে আমরা দারুণ খেলেছি। এরপর কিছুটা সমস্যায় পড়লেও আমাদের আক্রমণাত্মক খেলার মানদণ্ড অনেক উঁচুতে। এই জয় দিয়ে অভিযান শুরু করতে পেরে ভালো লাগছে।”

এমবাপ্পে এর আগে জুন মাসে জার্মানির বিপক্ষে তার ৯০তম ম্যাচে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন। অঁরি এই মাইলফলকে পৌঁছাতে খেলেছিলেন ১১৩টি ম্যাচ, আর জিরু ১১৫টি। অঁরি ১৯৯৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ১২৩ ম্যাচে ৫১ গোল করেছিলেন। এমবাপ্পে এখন অঁরিকে ছুঁয়েছেন এবং তার পরবর্তী লক্ষ্য জিরুর রেকর্ড ভাঙা।