শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

ভোলাগঞ্জে পাথর লুটের দায় নিতে পারবো না: রিজওয়ানা হাসান

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৪:৫১ পিএম

ভোলাগঞ্জে পাথর লুটের দায় নিতে পারবো না: রিজওয়ানা হাসান

ছবি - সংগৃহীত

সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় ‘দায়িত্ব’ নিলেও এর ‘দায়’ নিতে পারবেন না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, “আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত দেশের পরিবেশ পরিস্থিতি কেমন ছিল, তা সবার জানা। পাথর আমাদের মন্ত্রণালয়ের বিষয় নয়, তবে পরিবেশের বিষয়টি দেখভাল করার কারণে আমি এর দায়িত্ব নিয়েছি, কিন্তু দায়টা নিতে পারছি না।” শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ঢাকার জলাধার পুনরুদ্ধার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক নগর সংলাপে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সাদা পাথর ইস্যুতে তিনি নিজে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন। সিদ্ধান্ত হয়েছিল যে, পাথর মহালগুলো ইজারার তালিকা থেকে বাদ দেওয়া হবে। তিনি বলেন, “আমার প্রজন্ম বা পরের প্রজন্মের প্রত্যেকের জাফলংয়ের সঙ্গে একটা স্মৃতি আছে। মাত্র কয়েকজন পাথর ব্যবসায়ীর জন্য এভাবে ধ্বংস হয়ে যাওয়া মেনে নিতে পারি না। সেজন্য আমরা দুজন উপদেষ্টা সরাসরি ঘটনাস্থলে গিয়েছিলাম, যা এক ব্যতিক্রমী ঘটনা।”

তিনি বলেন, তাদের পরিদর্শনের পর কঠোর অভিযান শুরু হয়। পাথর কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে তিনি বলেন, “প্রশাসন তৎপর থাকলেও রাজনৈতিক ঐক্য ছাড়া কাজ এগিয়ে নেওয়া কঠিন।” তিনি আরও বলেন, সাদা পাথর উত্তোলন দীর্ঘদিনের সমস্যা। ২০০৯ সালে তিনি নিজেই প্রথম এ বিষয়ে মামলা করেছিলেন এবং ২০২০ সালে এটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তিনি বলেন, “৫ আগস্টের পর এই লুটের ঘটনাকে অনেকে সেই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়ানোর চেষ্টা করছে।”

ভোলাগঞ্জে পাথর লুটের পরিমাণ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যেরও সমালোচনা করেন রিজওয়ানা হাসান। তিনি বলেন, “কিছু পত্রিকা বলছে ২৩২ কোটি বা ৩০০ কোটি টাকার পাথর লুট হয়েছে। অথচ নথিপত্রে দেখা যায়, পাঁচ বছরে (২০১৪-১৯) সরকার সিলেটের পাথর মহালগুলো ইজারা দিয়ে মাত্র ৪০ কোটি টাকা রাজস্ব পেয়েছিল। তাহলে কীভাবে তিন দিনে ৫০০ কোটি থেকে ১ হাজার কোটি টাকার পাথর লুট হতে পারে? এতে বোঝা যায়, পাথরের প্রকৃত মূল্য আদায় করা যায় না, আর এভাবেই লুটেরা গোষ্ঠী তৈরি হয়েছে।”