শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

ইউএস ওপেন ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৬:৪৩ পিএম

ইউএস ওপেন ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প

ছবি - সংগৃহীত

ইউএস ওপেন পুরুষ এককের ফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউএস টেনিস অ্যাসোসিয়েশন (ইউএসটিএ) শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, টুর্নামেন্টের একজন কর্পোরেট ক্লায়েন্টের অতিথি হিসেবে তিনি সেই ক্লায়েন্টের স্যুইট থেকে ম্যাচটি উপভোগ করবেন।

ইউএসটিএ কোন ক্লায়েন্টের আমন্ত্রণে ট্রাম্প উপস্থিত থাকবেন, তা প্রকাশ করেনি। এটি হবে ২০১৫ সালের পর ইউএস ওপেনে ট্রাম্পের প্রথম উপস্থিতি। নিউইয়র্কে থাকার সময় তিনি এই গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের নিয়মিত দর্শক ছিলেন, কিন্তু রাজনৈতিক জীবনে প্রবেশের পর থেকে আর তাকে সেখানে দেখা যায়নি। বর্তমানে তিনি ফ্লোরিডার মার-এ-লাগো এস্টেটে থাকেন।

ট্রাম্প এর আগেও বিভিন্ন বড় ক্রীড়া ইভেন্টে উপস্থিত হয়েছেন, যার মধ্যে রয়েছে নিউ অরলিন্সের সুপার বোল, ফ্লোরিডার ডেটোনা ৫০০ এবং ইস্ট রাদারফোর্ডে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল। কোনো বর্তমান মার্কিন প্রেসিডেন্টের ইউএস ওপেন ফাইনালে উপস্থিতি খুবই বিরল ঘটনা। ২০০০ সালে সর্বশেষ বিল ক্লিনটন এই ফাইনালে উপস্থিত ছিলেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ২০২৩ সালে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে অংশ নিয়েছিলেন।