সেপ্টেম্বর ৬, ২০২৫, ০২:৪৫ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দে সম্প্রতি ঘটে যাওয়া এক ন্যক্কারজনক ঘটনায় নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে তিনি ফেসবুকের মাধ্যমে এই ঘটনার নিন্দা জানান।
অ্যাডভোকেট নুরুল ইসলাম তার ফেসবুক পোস্টে লিখেছেন, “লাশ মাটি থেকে তুলে পোড়ানো আমার জীবনে আমি শুনিও নাই, দেখিও নাই। এ ঘটনাকে আমি ধিক্কার জানাই।
মৃত মানুষকে পোড়ানো বা বাড়িঘর লুট করা এটা সম্পূর্ণ অন্যায় ও অমানবিক।” তিনি আরও বলেন, এই ঘটনার সঙ্গে তাকে জড়ানো সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।
ফেসবুক পোস্টে তিনি জানান, ঘটনার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সব দলীয় ও সর্ব মহলের ইমান আকিদাহ সংরক্ষণ কমিটির বৈঠক হয়েছিল।
সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে, শুক্রবার গোয়ালন্দে কোনো মিছিল হবে না, শুধু সমাবেশ হবে। তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করে দেখেন যে নুরাল পাগলার লাশ মাটি সমতলে আনার কার্যক্রম চলছে।
শুক্রবার জুমার নামাজের পর একদল বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলার দরবারে হামলা চালায় এবং অভিযোগ করে যে তাকে শরিয়ত পরিপন্থি পদ্ধতিতে দাফন করা হয়েছে।
এর প্রতিবাদে তারা কবর থেকে লাশ তুলে এনে পুড়িয়ে দেয়। এই ঘটনায় অ্যাডভোকেট নুরুল ইসলাম দুঃখ প্রকাশ করে বলেন, তিনি মিছিল না করার ব্যাপারে সংশ্লিষ্টদের জানিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত তা হয়নি।