সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৩:৪১ পিএম
চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সব প্রক্রিয়া শেষ হয়েছে। এরই মধ্যে তিন ধাপের আবেদন ও মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হয়েছে। সর্বশেষ শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে শেষ ধাপের মাইগ্রেশনের ফলও প্রকাশিত হয়েছে। এখন শুরু হচ্ছে চূড়ান্ত ভর্তির প্রক্রিয়া।
আবেদন করে নির্বাচিত শিক্ষার্থীরা আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত স্ব স্ব কলেজে গিয়ে ভর্তি হতে পারবে। এই সময়ে শিক্ষার্থীদের নির্দিষ্ট ভর্তি ফি জমা দিয়ে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে।
চলতি বছরের ভর্তি নীতিমালা অনুযায়ী, বিভিন্ন অঞ্চলের কলেজগুলোর জন্য ভর্তি ফি ভিন্ন ভিন্ন।
-
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান: ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে ৫ হাজার টাকা, অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার টাকা, জেলায় ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বলে দেড় হাজার টাকা।
-
নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান: ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে সাড়ে ৭ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে সাড়ে ৮ হাজার টাকা, অন্যান্য মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে ৫ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা, জেলায় বাংলা ভার্সনে ৩ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে আড়াই হাজার টাকা এবং উপজেলা ও মফস্বলে বাংলা ভার্সনে আড়াই হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা।
এছাড়াও, কোনো শিক্ষার্থীকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পূর্বানুমতি ছাড়া কলেজ পরিবর্তনের জন্য ছাড়পত্র (টিসি) দেওয়া হবে না। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।