সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৬:১০ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের ভোটদান প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে চারটি সভা আয়োজন করবে নির্বাচন কমিশন। আগামী রবিবার (৭ সেপ্টেম্বর) এই সভাগুলো অনুষ্ঠিত হবে। ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন শুক্রবার দুপুরে সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, যেহেতু অনেক শিক্ষার্থী প্রথমবারের মতো ভোট দেবে, তাই তাদের ভোটদানে উৎসাহিত করতে এবং প্রক্রিয়া সম্পর্কে ধারণা দিতে ফ্যাকাল্টি ও ইনস্টিটিউটগুলোতে এসব সভা করা হবে। কমিশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের ভোটদান প্রক্রিয়া কেমন হবে সে সম্পর্কে জানানো হবে, যাতে তারা ভোটকেন্দ্রে গিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই ভোট দিতে পারেন।
এছাড়াও, ভোটদান প্রক্রিয়া আরও সহজ করার জন্য একটি টিউটোরিয়াল ভিডিও ইতিমধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই ভিডিওতে একজন শিক্ষার্থী কীভাবে হল বা বাস থেকে কেন্দ্রে পৌঁছাবে, পোলিং অফিসার ও এজেন্টদের সঙ্গে কীভাবে কথা বলবে, ব্যালট পেপার নিয়ে ভোট দিয়ে বক্সে ফেলবে—পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখানো হয়েছে। নির্বাচন কমিশন চায়, শিক্ষার্থীরা শৃঙ্খলার সঙ্গে ভোট প্রদান করুক এবং অযথা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট না করুক।
অধ্যাপক জসীম উদ্দিন শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান, তারা যেন ভোট দিতে যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময়ই নেন এবং সুষ্ঠুভাবে ভোটদান সম্পন্ন করেন। এতে ভোটদান প্রক্রিয়া মসৃণ হবে।